26 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দর্শনার্থীদের সাথে মৃদু সংঘর্ষ, কনসার্ট পণ্ড

চট্টগ্রামে দর্শনার্থীদের সাথে মৃদু সংঘর্ষ, কনসার্ট পণ্ড

চট্টগ্রামে সংঘর্ষ, কনসার্ট পণ্ড

চট্টগ্রাম:  চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে কনসার্টে দর্শনার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার(৮ মার্চ২০২৪) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। এ উপলক্ষে দ্বিতীয় দিনে কনসার্টের আয়োজন ছিল। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দি অ্যাশেজ’ এর গান পরিবেশনার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘কনসার্টে অতিরিক্ত জনসমাগমের কারণে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। এ সময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, পানির বোতল নিক্ষেপ করে’।এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রিন হার্ভেস্টের কর্ণধার বোরহানুল হাসান চৌধুরী বলেন, ‘একটু বেশি দর্শক হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা হয়েছে। এই কারণে আমরা কনসার্ট বন্ধ করে দিয়েছি।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক পুলিশের দিকে পানির বোতলসহ বিভিন্ন কিছু ছুঁড়ে মারে। এতে তিন পুলিশসহ ১৫ জনের মতো আহত হয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ