30 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৪
Bnanews24.com
Home » বাখমুতের পূর্বাংশ দখলের দাবি ওয়াগনারের

বাখমুতের পূর্বাংশ দখলের দাবি ওয়াগনারের


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা বলছেন তার যোদ্ধারা ইউক্রেনের বাখমুত শহরের সমগ্র পূর্বাঞ্চল দখল করে নিয়েছে। বুধবার (৮ মার্চ) ইয়েভগেনি প্রিগোঝিন টেলিগ্রামে করা পোস্টে বলেছেন বাখমুতকা নদীর পূর্ব দিকের পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে।

“বাখমুতকা নদীর পূর্ব পাশের সবকিছুই এখন ওয়াগনার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে,” বলেন প্রিগোঝিন।

এই নদী বাখমুত শহরটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। শহরটির কেন্দ্র নদীর পশ্চিম পাশে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন সম্ভবত ইউক্রেনীয় সৈন্যদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করে নেওয়ার পর রুশপন্থী ওয়াগনার গ্রুপের সৈন্যরা সেখানে ঢুকে পড়েছে।

ওয়াগনার গ্রুপের প্রধানের এই দাবি যদি সত্য হয় তাহলে এর অর্থ হচ্ছে রুশ সৈন্যরা এখন শহরটির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে।

বলা হচ্ছে বাখমুত শহর দখল করে নিতে পারলে সেটা হবে রাশিয়ার জন্য গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিজয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের যোদ্ধারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে কিয়েভ কৌশলগত কারণে বাখমুত থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতারা এখন যুদ্ধ চালিয়ে যাওয়া এবং রুশ বাহিনীতে যতো বেশি সম্ভব ক্ষতিসাধনের ওপর জোর দিচ্ছেন- বলছে রয়টার্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ