35 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » ভয়ংকর তথ্য ফাঁস করলেন মেগান

ভয়ংকর তথ্য ফাঁস করলেন মেগান

 ভয়ংকর তথ্য ফাঁস করলেন মেগান

বিএনএ ডেস্ক :ভয়ংকর তথ্য ফাঁস করলেন  ব্রিটিশ রাজপরিবারের ছোট পুত্রবধূ মেগান মর্কেল।  যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে  মর্কেল জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা তার সন্তানের শরীরের ত্বক ঠিক কতটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন। দেখতে কালো হওয়ায় তার সন্তানকে ‘প্রিন্স’ বা ‘রাজপুত্র’ উপাধি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মর্কেল।

রোববার (৭ মার্চ) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে তার এই সাক্ষাৎকার প্রচার করা হয়।সাক্ষাৎকারে মেগান মর্কেল বলেন, ‘তার সন্তান আর্চি জন্ম নেওয়ার আগেই তার গায়ের রং ঠিক কতটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। আর তাদের এই ‘দুশ্চিন্তাই’ স্পষ্ট করে দেয় যে, তার ছেলেকে কেন প্রিন্স উপাধি দেওয়া হয়নি।’

উল্লেখ্য,২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ