বিএনএ ডেস্ক:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুররে স্মৃতিধন্য নওগাঁর রবিতীর্থ পতিসরে ‘রবীন্দ্র ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউিট’ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া চেয়ারম্যান আলোর ভুবন কল্যাণ ট্রাষ্ট পতিসরে এমন প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষে প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়াকে চেয়ারম্যান ও রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান মামুনকে সদস্য সচিব করে ৭ সদস্যের নির্বাহী পরিচালনা পর্ষদ এবং এলাকার সাংসদ আলহাজ আনোয়ার হোসনে হেলালকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) আলোর ভুবন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ড.অনুপমা আজহারী এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
জার্মানির কোলন থেকে মুঠোফোনে ক্যানসার বিজ্ঞানী অধ্যাপক জাকারয়িা বলেন, ‘অনেক দিন আগে রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান এমন একটি আবেদন করেছিলেন, তার আবেদন বিবেচনা
করে ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টটিউিট করার সিদ্ধান্ত নিয়েছি।
পতিসরে কবির নামে ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে বিশাল জনগোষ্ঠীর ক্যানসার চিকিৎসার পথ সুগম হবে।