26 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » চবি শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর, সা. সম্পাদক আব্দুল হক

চবি শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর, সা. সম্পাদক আব্দুল হক


বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হলুদ দল মনোনীত প্রার্থী ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রফেসর আবদুল হক।

সভাপতি পদে ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর ও সাধারণ সম্পাদক আব্দুল হক পেয়েছেন ২৫০ ভোট।

একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড. মুহাম্মাদ আলা উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন।

নির্বাচনে হলুদ দলের বিরোধী হিসেবে নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান এবং সদস্য পদে আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ড. মো. দানেশ মিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. মোহাম্মদ ফরিদুল আলম।

বিএনএ/ সুমন বাইজিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা