27 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হারের জন্য প্রশাসনকে দায়ী করলেন ইনু

হারের জন্য প্রশাসনকে দায়ী করলেন ইনু

হাসানুল হক ইনু

বিএনএ, ঢাকা :  নৌকা প্রতীক নিয়েও কুষ্টিয়া-২ আসনে পরাজিত হয়েছেন  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

এই আসনে ট্রাক প্রতীক নিয়ে  স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

সোমবার (৮ জানুয়ারি) হারের কারণ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন হাসানুল হক ইনু। যেখানে নির্বাচনে হারের জন্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি।

ইনু বলেন, সারাদেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে। তবে কিছু জায়গায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকাও এর মধ্যে পড়েছে।

তিনি বলেন, প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। হারের জন্য আমি প্রশাসনকেই দায়ী করছি। তারা পরিকল্পিতভাবে আমার এলাকার ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি করেছে।

ইনু বলেন, একটি কেন্দ্রে ২৯০০ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আর নৌকা পেয়েছে মাত্র ৮৫টি ভোট। এতেই বিষয়টি স্পষ্ট। এমন আরও ১৮টি উদাহরণ তার কাছে আছে বলেও জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন জায়গায় তার কর্মীদের ওপর হামলা করছে বলেও দাবি করেন তিনি।

বিএনএ/ ওজি/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ