29 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনাকে চীন, রা‌শিয়া ও ভার‌তের অভিনন্দন

শেখ হাসিনাকে চীন, রা‌শিয়া ও ভার‌তের অভিনন্দন


বিএনএ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন,রাশিয়া ও ভারত । 

সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর দেশের (চীন) নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

রা‌শিয়ার রাষ্টদূত
রা‌শিয়া

রাশিয়া ও ভারতের রাষ্ট্রদূতের অভিনন্দন

নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে দায়িত্বে থাকা রাশিয়ার রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার।

সকালে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেন্তিয়েভিচ মান্টিটাস্কি ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

এদিন গণভবনে গিয়ে ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আর রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।

নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে।

বিএনএনিউজ/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ