16 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ধর্ষণের পর হত্যা: দিহানকে আদালতে তোলা হবে আজ

ধর্ষণের পর হত্যা: দিহানকে আদালতে তোলা হবে আজ

পুলিশ দীহানকে রিমান্ডে চাইবে

ঢাকা: রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের “ও” লেভেলের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে আরেক ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল লিফের শিক্ষার্থী ফারদিনকে।

পুলিশ জানিয়েছে, আটক ফারদিন জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও তিনজনকে। আর এ ঘটনায় ফারদিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে কলাবাগান থানায়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে পূর্ব পরিচিত ফারদিন ইফতেখার দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন আনুশকা নূর অর্পা। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান।

নিহত অর্পার স্বজনরা জানায়, দিহানই ফোন করে অর্পার অসুস্থতার কথা জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আবুল হাসান জানান, ‘লাশের সুরতহাল সম্পন্ন করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। তারপর পোস্ট মর্টেম হবে। তারপর ডাক্তার যে সনদপত্র প্রদান করবেন সেখানে মৃত্যুর কারণ লেখা থাকবে। তখন বোঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। মামলার পর জিজ্ঞাসাবাদে তথ্য বের হয়ে আসবে।’

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ