28 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » অপেক্ষায় আছেন বুবলি

অপেক্ষায় আছেন বুবলি

বুবলি

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন আড়ালে থাকার পর নতুন বছরের পহেলা জানুয়ারি আড়াল ভেঙে আবারও সামনে আসেন শবনম বুবলী। নিজের ফেইসবুকে ছবি প্রকাশ করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হওয়ার পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বুবলী। চাউর হয়ে ওঠে বুবলীর নামে গুঞ্জনও।

বুবলী নিজের আড়ালে থাকা নিয়ে বলেন, ‘আড়ালের পেছনের কারণ তেমন কিছুই না। মূলত সবার সঙ্গে আমার একটা কমিউনিকেশন গ্যাপ গেছে। এর মধ্যেও অনেকে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে সাংবাদিকরা সে জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আড়ালে থাকার কারণ হচ্ছে আমার ‘ক্যাসিনো’ সিনেমার কাজ শেষ করে আমি নিউ ইয়র্কে চলে যাই। কারণ, আমার ব্যক্তিগতভাবে কিছুটা সময় দেওয়ার দরকার ছিল। এই পরিকল্পনাটা আমার দীর্ঘদিনেরই। গত বছরের ফেব্রুয়ারিতেই সাংবাদিকদের আমি বলেছিলাম কাজ শেষ করে দেশের বাইরে যাব।’

এই দীর্ঘ সময় আমেরিকায় কীভাবে কেটেছে বুবলীর? জানতে চাইলে তিনি বলেন,‘আমেরিকার সময়টা যে খুব ভালো গেছে তা বলব না। সময়টা খুবই ভয়ংকর কেটেছে। ওখানে আক্রান্তের পরিমাণও বেশি ছিল। এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও সেখানে প্রচণ্ড আতঙ্ক ছিল। মনে হচ্ছিল মৃত্যুপুরীর মধ্যে আছি। এটা নতুন উপলব্ধির জন্ম দিয়েছে। আর করোনা মোকাবিলার পাশাপাশি ফিল্ম নিয়ে প্রশিক্ষণও নিয়েছি, নিউ ইয়র্কের একটা অ্যাকাডেমিতে আমি ফিল্ম অ্যাকটিংয়ের ওপর কোর্স করেছি।’

এদিকে বুবলী যখন নিজের প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত তখন বাংলাদেশে খবর রটল শাকিব খানের বাচ্চার মা হয়েছেন বুবলী।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই