বিএনএ, ঢাকা: মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে আগামী ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ১৩ ও ১৪তম স্টেশন। স্টেশন ২টি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছেG
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলমান রয়েছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু করার কথা রয়েছে। এরইমধ্যে এ দুই স্টেশন পরিচালনায় প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশনে নেওয়া হয়েছে। মূলত ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন ২টি জনসাধারণের জন্য চালু করার কথা রয়েছে।
বর্তমানে মেট্রোরেলের ১২টি স্টেশন চালু রয়েছে। সেগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
প্রসঙ্গত, মেট্রোরেলের মাধ্যমে ঢাকার গণপরিবহন নতুন যুগে প্রবেশ করে। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পর দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে প্রকল্পটি হাতে নেয় সরকার।
বিএনএনিউজ/ বিএম