33 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সড়কে প্রাণ হারালেন গীতিকার বিশাল

সড়কে প্রাণ হারালেন গীতিকার বিশাল


বিএনএ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেলেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিক নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক বিশাল নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়েন্টিফোর.কম। তার আগে তিনি বাংলানিউজের বিনোদন বিভাগে কাজ করতেন।

ওমর ফারুক বিশাল কবি ও গীতিকার হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সব শিল্পীরা। বিশালের লেখা সম্প্রতি প্রকাশিত ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। গানটিতে কণ্ঠদিয়েছেন শিল্পী সাব্বির নাসির।

উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও গেয়েছেন বিশালের গান। বিশালের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

বিশালের নামাজে জানাজা বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ধুকুন্দী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ