31 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল

আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল

আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল

বিএনএ, চট্টগ্রাম: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর প্রথম ভাইস জেলা গর্ভণর লায়ন কোহিনুর কামাল (এমজেএফ) বলেছেন, আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়। মানবতার সেবা করে কেউ দেউলিয়া হয়নি। বরং সম্পদ বেড়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির অক্টোবর সেবা মাসে চট্টগ্রাম নগরীর ঝাউতলা কোরানিয়া মাদ্রাসার এতিম শিশুদের খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি লায়ন কোহিনুর কামাল (এমজেএফ)

প্রথম ভাইস জেলা গর্ভণর লায়ন কোহিনুর কামাল (এমজেএফ) আরও বলেন, মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়ে আত্মমানবতার সেবায় বাংলাদেশে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। লায়ন্স সদস্যরা প্রতিনিয়ত মানবতার দূত হিসেবে সমাজের গরিব, অসহায় ও নি:স্ব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। যেখানে মানবিক বিপর্যয় সেখানেই লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ কাজ করে যাচ্ছে। দিনদিন সেবার এই পরিধি বৃদ্ধি পাচ্ছে।

আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল
বক্তব্য রাখছেন লায়ন চৌধুরী শামীম এমজেএফ আরসি হেডকোয়ার্টার

লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট লায়ন এমডি আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির চার্টার প্রেসিডেন্ট লায়ন চৌধুরী শামীম এমজেএফ আরসি হেডকোয়ার্টার।

এসময় উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির এমজেএফ, আরসি, লায়ন এএফএম জহির উদ্দিন এমজেএফ, আরসি, লায়ন জাকির হোসেন এমজেএফ, আরসি, ডিস্টিক্ট সেক্রেটারি লায়ন এডভোকেট আলাউদ্দিন, জয়েন্ট ক্লাব সেক্রেটারি ইয়াসীন হীরা, অর্থ সম্পাদক লায়ন মহিউদ্দিন শিমুল প্রমুখ।

আত্মমানবতার সেবার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়- কোহিনুর কামাল
লায়ন জাকির হোসেন এমজেএফ, আরসিকে জার্সি পরিয়ে দিচ্ছেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন এমডি আবিদুর রহমান এমজেএফ

অনুষ্ঠানে লায়ন জাকির হোসেন এমজেএফ, আরসিকে লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির জার্সি পরিয়ে দেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন এমডি আবিদুর রহমান এমজেএফ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ