বিএনএ, ঢাকা : ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাত ৯টার দিকে ভিকারুননিসা নূন স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় ওই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হবে।
জানা গেছে, গত ২৯ আগস্ট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসন্ধুরা (দিবা) শাখার নবম শ্রেণির এক ছাত্রীর বাবা ইংরেজির শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে ৩০ আগস্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়। অভিযোগ তদন্তে গত ২ সেপ্টেম্বর স্কুলে গিয়ে শুনানি করেন তদন্ত কর্মকর্তা।
ওইদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, ওই ছাত্রীর মা, আরো কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে শাখাপ্রধান জগদীশ চন্দ্র পালসহ ২৭ জন শিক্ষক একটি লিখিত রেজ্যুলেশন দেন।
তাতে বলা হয়, ‘নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ, শাখাপ্রধান ও অভিভাবকের সামনে আমরা জানাচ্ছি যে, ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের সাথে আমরা কাজ করতে চাই না।’
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক পরিমল জয়ধর ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণ করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৫ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 170