17 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমি এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন (২৩) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী আল-আমিন জানায়, রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমি এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে যায় মোশারফ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোশারফ ফেনী জেলার দাগনভূঞা উপ জেলার মো. বেলাল হোসেনের ছেলে। বর্তমানে রায়ের বাজার আজিজ খান মার্কেটে এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ