31 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মেয়েরাও হারালো মালদ্বীপকে

মেয়েরাও হারালো মালদ্বীপকে

মেয়েরাও হারালো মালদ্বীপকে

বিএনএ, ক্রীড়াডেস্ক : ছেলেদের পর মেয়েরাও হারালো মালদ্বীপকে।সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরােএর আগেবিকেলে কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

বুধবার (৭ সেপ্টেম্বর)নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে খেলতে থাকে বাংলাদেশী মেয়েরা।  একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষনভাগকে কাপিয়ে দিতে থাকে সাবিনা-মারিয়ারা। টানা আক্রমণের ফল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত।

প্রায় মাঝমাঠ থেকে নেয়া বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের নেয়া দুরপাল্লার শট আটকানোর ক্ষমতা ছিলো না মালদ্বীপের গোলরক্ষককের। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দু মিনিট পরই আবারও মালদ্বীপের জালে বল পাঠায় বাংলার মেয়েরা। মালদ্বীপের তিন-চারজন ডিফেন্ডার মিলেও আটকে রাখতে পারেননি মাসুদা পারভিনকে। প্রায় একক প্রচেষ্টায় প্রতিপক্ষের জাল কাপিয়ে বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে নেন মাসুদা।

প্রথমার্ধ্বের শেষের দিকে আরও একবার পাদ-প্রদীপের আলোয় সাবিনা খাতুন। মালদ্বীপের ডি-বক্সের লাইনের কাছ থেকে শট নেন মিডফিল্ডার মারিয়া মান্ডা। তার নেয়া শট কোনমতে আটকে দেন মালদ্বীপের গোলরক্ষক। তবে ফিরতি বলে সাবিনার শট আর থামাতে পারেননি তিনি। নিজের জোড়া গোলের সাথে দলকে ৩-০ গোলের লিড এনে দেন অধিনায়ক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ