32 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্প‌তিবার রা‌তে শপথ অনুষ্ঠান-‌সেনা প্রধান

বৃহস্প‌তিবার রা‌তে শপথ অনুষ্ঠান-‌সেনা প্রধান


ঢাকা :  সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান   তথ‌্যপ্রকাশ ক‌রে ব‌লে‌ছেন, আগামীকাল বৃহস্প‌তিবার রাত ৮টায় অন্তবর্তীকালীন সরকা‌রের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ সদস‌্যরা শপথ গ্রহণ কর‌বেন। এ জন্য বঙ্গভব‌নে অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

বুধবার(৭ আগস্ট) বিকে‌লে ‌সেনাসদরে এক‌ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি ব‌লেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল দেশে আসছেন। আগামীকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান   সবাই‌কে গুজবে কান না দেয়ার জন্য ও গুজব না ছড়া‌নোর আহবান জানান।

বিএনএনিউজ /এস‌জিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ