17 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে কাল দেওয়া হবে হেপাটাইটিস-বি’র ২য় ডোজ

কুবিতে কাল দেওয়া হবে হেপাটাইটিস-বি’র ২য় ডোজ

কুবিতে কাল দেওয়া হবে হেপাটাইটিস-বি’র ২য় ডোজ

বিএনএ,কুবি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে হেপাটাইটিস-বি এর ২য় ডোজ দেওয়া হবে। সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ টিকা দেওয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেন বন্ধু’র সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া।

জানা যায়, টিকা কার্ডসহ যোগাযোগ করে হেপাটাইটিস-বি এর ২য় ডোজ নেওয়া যাবে। যারা আগে টেস্ট করিয়ে রিপোর্ট পায়নি, তারাও রিপোর্ট নিয়ে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করার সুযোগ রয়েছে।

এ ছাড়া যারা বিভিন্ন প্রতিকূলতার জন্য ক্যাম্পেইন চলাকালীন টেস্ট করাতে বা ভ্যাকসিন নিতে পারেন নি, তারা আগামীকাল মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে টেস্ট করিয়ে ভ্যাকসিন নেওয়ারও সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ২য় ডোজ নেওয়ার সময় ৪৫০ টাকা নেওয়া হবে। বিকাল ৪টা পর্যন্ত ভ্যাক্সিন নেওয়ার সুযোগ রয়েছে।

বিএনএ/ হাবিবুর রহমান হাবিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ