বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে জেলার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায়, গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে, গড়াই নদী থেকে পুলিশ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মৃত হাসিবুর রহমান রুবেল অনলাইন পোর্টাল ক্রাইম ভিশন বিডির সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ রুবেলের খোঁজে কাজ করছিল।দুপুরে শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা মানিব্যাগ ও পরিচয়পত্র থেকে রুবেলকে শনাক্ত করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে বাইরে থেকে ‘আসছি’ বলে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কোথাও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি করে তাঁর পরিবার।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 18