35 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে প্রবল বর্ষণে নিহত ৭৭

পাকিস্তানে প্রবল বর্ষণে নিহত ৭৭


বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানে প্রবল বর্ষণের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। যার মধ্যে শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এসব তথ্য জানিয়েছেন।

দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। শেরি রেহমান এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। কারণ প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তাছাড়া ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

জলবায়ুবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, আপাতত বৃষ্টি থামার তেমন কোনো লক্ষণ নেই। ভারী বৃষ্টি থাকবে আরও একদিন। এছাড়া নিম্নাঞ্চলেও হতে পারে জলাবদ্ধতা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ