24 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা

লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা

মিনা

বিএনএ বিশ্ব ডেস্ক: সৌদি আরবের মক্কার মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ইসলামের অন্যতম স্তম্ভ হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। মক্কার মসজিদুল হারাম (কাবা শরিফ) থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিনায় আজ সারাবিশ্বের ১০ লাখ মুসলমান সারাদিন অবস্থান করবেন। এখানে তাঁবুতে তাঁরা নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করবেন।

আগামীকাল সৌদি আরবের দিনপঞ্জিকা অনুসারে ৮ জিলহজ শুক্রবার পবিত্র হজ। পাঁচ দিনব্যাপী হজের এটাই প্রধান আনুষ্ঠানিকতা। এদিন ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমবেত হবেন। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন।

ইসলামের বিধানমতে, আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য সারাজীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ বা অবশ্যপালনীয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে ২০২০ ও ২০২১ সালে ওই দেশের সীমিত সংখ্যক নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের মুসলমানরা হজ পালন করার সুযোগ পাননি। তবে করোনার সংক্রমণ হ্রাস পাওয়ায় শর্ত সাপেক্ষে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। এ কারণে বাংলাদেশসহ বিশ্বের অন্য সব দেশে বসবাসরত মুসলমানরা দুই বছর পর এবার হজ পালন করতে পারছেন। সৌদি কর্তৃপক্ষের দেওয়া শর্তগুলোর অন্যতম হলো- হজ পালনকারীদের করোনার অন্তত দুটি টিকা গ্রহণ করতে হবে এবং বয়স হবে অনূর্ধ্ব-৬৫। এবার সৌদি আরবের বাইরে থেকে সাড়ে আট লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন।

অবশ্য সৌদি সরকারের পক্ষ থেকে যথারীতি এবারও প্রতিটি দেশের জন্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার সারাবিশ্বে হজ পালনকারী গড়ে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। সর্বশেষ ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ছিল ২৫ লাখ। এবার তা ১০ লাখে নেমে এসেছে। বাংলাদেশ থেকে এবার ৬০ হাজার নারী ও পুরুষকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারির আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ হজব্রত পালন করেছিলেন। এবার কোটা অর্ধেক, এমনকি ৫৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ