31 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ববির শেরে বাংলা হলের ৩ শিক্ষার্থী বহিষ্কার

ববির শেরে বাংলা হলের ৩ শিক্ষার্থী বহিষ্কার


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ দিয়েছে হল প্রশাসন। বুধবার (৭ জুন) বিষয়টি হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কর্মী বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী তারা।

জানা যায়, গত শনিবার (৩ জুন) বিকেলে শেরে বাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়ার আকস্মিক পরিদর্শনের সময় হলের ২০০৬ এবং ৩০০৫নং কক্ষ থেকে দেশীয় অস্ত্র (দা, চায়না চাকু, পাইপ, রড, জি আই পাইপ) এবং মাদক গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ