বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হলেও ওয়েবসাইটে নেই ফল। এতে চরম ভোগান্তিতে ও বিভ্রান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে ওয়েবসাইটে দেখা গেছে শুধু ‘সি’ এবং ‘বি’ ইউনিটের ফল দেখা যাচ্ছে। ‘এ’ ইউনিটের কোনো ফল পাওয়া যাচ্ছে না সেখানে।
এ বিষয়ে ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসাইন বলেন, “আমরা রেজাল্ট ঠিক করে আজ রাত আটটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে জমা দিয়েছি। তবে তারা যদি ওয়েবসাইটে সেটা পাবলিশ না করে আমাদের কিছু করার নেই। গতবছর আমরা দেখেছি রেজাল্ট আইসিটি সেন্টারে দেওয়ার পরপর রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় তবে এবছর কেন দেওয়া হয়নি সেটা জানি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিএনএনিউজ/সৈয়দ সাকিব/এইচ.এম।
Total Viewed and Shared : 1419