বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে হারলো বাংলাদেশ। এ হারের মধ্য দিয়ে সরাসরি এশিয়া কাপ খেলার স্বপ্নও ধুলিসাৎ হল বাংলাদেশের।
কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাছাই পর্বের সব ম্যাচ নিয়ে যাওয়া হয় কাতারের দোহায়। আর সেখানেই ভারতের জয়ের নায়ক হয়ে উঠলেন অধিনায়ক সুনীল ছেত্রী।
ভারতের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত তীব্র প্রতিরোধ আর হঠাৎ হঠাৎ কাউন্টার অ্যাটাকে ড্র-সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ ফুটবল দল। বার বার বিপজ্জনকভাবে ঢুকে পড়া ভারত অধিনায়ক এবং স্ট্রাইকার সুনিল ছেত্রীকে ভালই প্রতিহত করেছে বাংলাদেশের ডিফেন্স।
তবে শেষ ১১ মিনিটে সব ওলট পালট হয়েছে। বাংলাদেশ সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ করে ২ গোলে ব্যবধানটা নির্ণিত করেছেন আন্তর্জাতিক ফুটবলে ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
বিএনএনিউজ/ এইচ.এম।
Total Viewed and Shared : 135