বিএনএ, লামা : ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে লামায় খেলোয়াড ও পাহাড়িদের মাঝে সার্জিক্যাল মাস্ক , পিপিই , করোনা প্রতিরোধক মেডিসিন , করোনা জীবাণু প্রতিরোধক সানগ্লাস ইত্যাদি বিতরণ করা হয়েছে । সোমবার (৭ জুন) করোনা মোকাবেলায় নিহত শহীদ কর্নেল আনোয়ারুল আজিম এর পরিবার সদস্যদের সংগঠন পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ৩২ আনসার ব্যাটালিয়নের নিকট করোনা প্রতিরোধক সামগ্রী গুলো হস্থান্তর করেন পায়েল ফাউন্ডেশনের কর্ণধার তরুণ শিল্পপতি ফাহাদ চৌধুরী দিপু ।
প্রধান অতিথি হিসেবে খেলোয়াড ও পাহাড়ি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করেন ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন । উপস্থিত ছিলেন ফাহাদ চৌধুরী দিপু , সহকারী পরিচালক এসএম বেলাল , সার্কেল এডজুটেন্ট সেলিম রেজা , স্থানীয় সামাজিক সংগঠক ও ক্রীড়া সংগঠক বৃন্দ।
বিএনএনিউজ/ এইচ.এম।
Total Viewed and Shared : 138