বিএনএ, ঢাকা : আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পরীক্ষা স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৭ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারী এর বাস্তবতায় বিডিএস ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার দিনক্ষণ পরবর্তিতে মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিএনএনিউজ/ এইচ.এম।