বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি কারখানায় একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার কারখানায় আগুন লেগে অন্তত ১৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
সোমবার ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
এনডিটিভি’কে স্থানীয় দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।
পিটিআই নামে একটি বার্তা সংস্থা জানিয়েছে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধারকাজে অংশ নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজ কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।
বিএনএনিউজ/জেবি
Total Viewed and Shared : 137