25 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ইথিওপিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ১০০

ইথিওপিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ১০০

ইথিওপিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষে

বিএনএ, বিশ্ব ডেস্ক : ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এক সংঘর্ষে কমপক্ষে ১শ’ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আগামী জুনে দেশটিতে জাতীয় নির্বাচনের আগে এ সহিংসতা দেখা গেল।

মঙ্গলবার (৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এর খবরে এ তথ্য জানা গেছে।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১শ’ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

শিশু এবং মহিলারা যখন ঘুমোচ্ছিল তখন সোমালি অঞ্চলের বিশেষ বাহিনী মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বলে আহমেদ জানান।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখন সহিংসতা তীব্র আকার ধারণ করছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ