বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বিটেক বাজার এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিলেন্দু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭। নিলেন্দু দাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার গাঘটিয়া এলাকার মৃত নির্মল দাসের ছেলে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে র্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র ্যাব- ৭ জানায়, দিরাই থানার পৃথক দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নিলেন্দু দাস। নগরীর পাহাড়তলী থানার বিটেক বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার(৬ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
২০১৯ সালের ২৮ এপ্রিল আদালত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নিলেন্দু দাসকে। ২০২১ সালের ২৫ মার্চ অন্য মামলায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। ।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 159