31 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » নোয়াখালীতে মাংস-ডিমের বাজারে অভিযান

নোয়াখালীতে মাংস-ডিমের বাজারে অভিযান


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় মাংস -ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার (৭মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়,উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি মাংসের দোকানকে ১ হাজার টাকা,আব্দুর রব এন্ড সন্সকে ১হাজার টাকা,হাজী সফিউল্লাহ এন্ড ব্রাদাসকে ১হাজার টাকা,ফাতেমা পোল্ট্রিকে ২হাজার টাকা, নুরুল ইসলাম মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Total Viewed and Shared : 145 


শিরোনাম বিএনএ