বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেছেন, আজকের তরুণদের বুকে আগুন জ্বলে না। আজকের তরুণেরা শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ থাকেন। আমাদেরকেই এগিয়ে নিতে হবে তরুণদের। যেমনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রোববার (৭ মার্চ) “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস উপলক্ষে আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাবার অফুরন্ত সুযোগ রয়েছে। এগিয়ে যেতে হলে বাধা আসবেই। আমরা সে বাধা অতিক্রম করব নিজেদের শক্তি, মেধা ও কাজের মধ্যে দিয়ে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/হাবিবুর,মনির
Total Viewed and Shared : 18