28 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে স্বর্ণসহ ৩ দোকানে ডাকাতি

রাজধানীতে স্বর্ণসহ ৩ দোকানে ডাকাতি

রাজধানীতে স্বর্ণসহ ৩ দোকানে ডাকাতি

বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ‘রাজলক্ষ্মী জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার সাংবাদিকদের বলেন, রাপা প্লাজার দোতলায় আমার দোকান। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালাভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০ থেকে ৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

তিনি বলেন, মার্কেটের ভেতরে ও বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে তারা ঢুকলো, মার্কেটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এই ডাকাতির ঘটনা সব জানে। কিছু তালা খুলে ফেলেছে। এগুলোর হয়তো চাবি বানানো হয়েছিলো। মার্কেটের সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। খুব পরিকল্পিতভাবেই ডাকাতি করা হয়েছে।

প্রকৌশলী সাইফুর রহমান বলেন, মার্কেটের জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্সে ডাকাতি হয়েছে। জুয়েলার্সের দোকানের স্বর্ণের ভোল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। বাইরে যে স্বর্ণ ছিল, সেগুলো নিয়েছে হয়তো। ঘটনাস্থলে পুলিশ এসেছে। তারা তদন্ত করে দেখছে।

তিনি বলেন, মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেয়। চোর হয়তো গ্রিল কেটে ঢুকেছে। আমরা সেরকম গ্রিল কাটা দেখতে পাচ্ছি।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই কৃষ্ণ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তরা গেছেন। তারা বিষয়টি দেখছেন।

বিএনএনিউজিেএসকেকে/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিনা যুদ্ধে ভারতের দখল থেকে ৫ কিমি ভূমি উদ্ধার হৃদয় তরুয়া হত্যা মামলায় মধ্যরাতে যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম! রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি