26 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাম্পের ভিসানীতি নয়, লটারি পদ্ধতিই চালু থাকছে

ট্রাম্পের ভিসানীতি নয়, লটারি পদ্ধতিই চালু থাকছে


বিএনএ ডেস্ক :এইচওয়ানবি ভিসা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত নীতি এখনই কার্যকর করছে না জো বাইডেন প্রশাসন। ফলে মার্কিন সংস্থাগুলোতে চাকরির জন্য বিদেশি কর্মীদের ভিসা পেতে অনেক সুবিধা হবে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বাইডেন প্রশাসনের অভিবাসন দফতর থেকে বলা হয়, জনপ্রিয় ওয়ার্কিং ভিসা বণ্টনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতি আপাতত কার্যকর করা হচ্ছে না। ফলে লটারি ব্যবস্থার মাধ্যমে চালু থাকা ভিসা অনুমোদন পদ্ধতি বহাল থাকছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অভিবাসন দফতর তাদের ভিসা অনুমোদন এবং রেজিস্ট্রেশন ব্যবস্থার পুরো সংস্কার, পরিমার্জন করবে।

এইচওয়ানবি ভিসা অনুমোদন ব্যবস্থা আগের চেয়ে আরো মসৃণ করা হবে এবং ভিসা অনুমোদনের ক্ষেত্রে যোগ্যতম প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গত ৭ জানুয়ারি ‘মার্কিন নাগরিকত্ব প্রদান এবং অভিবাসন পরিষেবা দফতর জানায়, তারা লটারি ব্যবস্থার মাধ্যমে ভিসা পাওয়ার পদ্ধতি বন্ধ করে দেবে। সেই অনুযায়ী পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেয়া হয়। এর বদলে পেশাগত যোগ্যতা, দক্ষতাকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়। কিন্তু ভিসা ব্যবস্থার আমূল সংস্কার ও পরিমার্জনের জন্য আরো সময় চেয়েছে অভিবাসন দফতর। এজন্য আপাতত পিছিয়ে দেয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচওয়ানবি ভিসা নীতি। ট্রাম্পের এই ভিসানীতি আগামী ৯ মার্চ থেকে কার্যকর করার কথা ছিল।

Loading


শিরোনাম বিএনএ