28 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএল; সিলেটকে ১৯৫ রান টার্গেট দিয়েছে বরিশাল

বিপিএল; সিলেটকে ১৯৫ রান টার্গেট দিয়েছে বরিশাল

বিপিএল

বিএনএ: বিপিএল-এর চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৯৫ রান টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। সাকিবের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান তোলে বরিশাল।

চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে বরিশাল। দলীয় ৬৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে তাদের। মাশরাফির ওভারে ২১ বলে ২৯ রান করে ফিরে যান এনামুল হক। বরিশালের ৭৩ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন ইমাদ ওয়াসিম। ২৫ বলে ৩৬ রান করা চতুরঙ্গ ডি সিলভাকে সাজ ঘরে ফেরান তিনি। ১০৮ রানের মাথায় ফিরে যান ইফতেখার আহমেদ। ১০ বলে ১৩ রান করে মাফরাফির শিকারে পরিণত হন তিনি। ১৩৮ রানের মাথায় আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ বলে ১৯ রান করে ফিরে যান তিনি। ১৭১ রানের মাথায় রেজাউর রহমানের শিকার হন হায়দার আলী। ৬ বলে মাত্র ৩ রান করেন তিনি।

একপাশ আগলে রাখা সাকিব ফিরে যান ১৮৩ রানের মাথায়। ৩২ বলে ৬৭ রান করে মাফরাফির বলে ক্যাচ আউট হন তিনি। ১৮৮ রানের মাথায় রান আউটের শিকার হন মেহেদি মিরাজ। শেষ পর্যন্ত ১৯৪ রানে থামে বরিশালের ইনংস।

সিলেটের পক্ষে মাশরাফি ৩টি এবং ১টি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান ও থেসেরা পেরেরা।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মিরপুরে শুরু হয় ম্যাচটি। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে টস করতে নামেন মুশফিকুর রহিম আর ফরচুন বরিশালের পক্ষে নামেন মেহেদি মিরাজ। টস জিতে আগে ব্যাটিং করার কথা জানায় মেহেদী মিরাজ।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আনামুল হক, এবাদত হোসেন, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, ইফতেখার আহমেদ, করিম জানাত, হায়দার আলী, চতুরঙ্গ ডি সিলভা।

সিলেট স্ট্রাইকারস একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ