22 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার 

গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার 


বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে টঙ্গী বাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮), নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২)।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই  চারজনকে গ্রেফতার করা হয়।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ