বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৮২ জন করোনা আক্রান্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
শুক্রবার(৭ জানুয়ারী) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনাক্তদের মধ্যে ৭৪ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে আটজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ছয়জন, অ্যান্টিজেন টেস্টে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুইজনের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৯০৪ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৩ জনে।
বিএনএ/ ওজি
আর ও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেছে ৬৬৬৯ জনের