27 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চীন থেকে তুলার বদলে এলো উচ্চ শুল্কের সোফার কাপড়

চীন থেকে তুলার বদলে এলো উচ্চ শুল্কের সোফার কাপড়

চীন থেকে তুলার বদলে এলো উচ্চ শুল্কের সোফার কাপড়

বিএনএ,চট্টগ্রাম: চীন থেকে শুল্কমুক্ত কাঁচা তুলা আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সোফার কাপড় এনেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ। ওই চালানে আমদানিকারক ১ কোটি ৪০ লাখ টাকার শুল্কফাঁকি দেওয়ার অপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।

বুধবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এসহাক ব্রাদার্স কন্টেইনার ডিপো থেকে পণ্য চালানটি খালাসের সময় আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন।
চীন থেকে তুলার বদলে এলো উচ্চ শুল্কের সোফার কাপড়

কাস্টমস সূত্রে জানা যায়, চীন থেকে ৪০ ফুট দীর্ঘ ২টি কন্টেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা আমদানির ঘোষণা দিয়েছে চট্টগ্রামের কোতোয়ালী থানার জুবিলি রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ। যাবতীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে পণ্য চালানটি খালাস করে ডেলিভারির জন্য কন্টেইনার দুইটি এসহাক ব্রাদার্স কন্টেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয়। এ চালানের বিল অব এন্ট্রি নম্বর (সি-১৫০২০), তারিখ ৪ জানুয়ারি ২০২১। চালানটি খালাসের দায়িত্বে ছিল আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ প্রগতি কার্গো সার্ভিস।

এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, তুলা আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সোফার কাপড় (৮৯ শতাংশ) এনেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ। তারা গোপনে কন্টেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা অবস্থায় কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করে। আমদানিকারকের অসত্য ঘোষণার ফলে অনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা এবং সিঅ্যান্ডএফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ