27 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » ইবিতে বঙ্গবন্ধু ম্যুরালে শাপলা ফোরামের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ইবিতে বঙ্গবন্ধু ম্যুরালে শাপলা ফোরামের শ্রদ্ধাঞ্জলি নিবেদন


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুলেল শুভেচছা জানান তারা।

এসময় শাপলা ফোরামের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাসরীন, ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইব্রাহিম আব্দুল্লাহ।

কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, ড. মো. সাদেক আলী, জয়শ্রী সেন, অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ড. হোসাইন মো. ফারুকী ও অধ্যাপক ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিএনএ/তারিক,এমএফ

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ