24 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ভারত থেকে আসছে ২৬ হাজার টন আলু

ভারত থেকে আসছে ২৬ হাজার টন আলু


বিএনএ, ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে এ অনুমতি দেওয়া হয়।

সোমবার সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ স্থলবন্দর দিয়ে রোববার (০৫ নভেম্বর) পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। এরইমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন। এর আগে প্রথম দফায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এখন আরও ২৯ আমদানিকারককে এ অনুমতি দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। রোববার (০৫ নভেম্বর) পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে। রোববার সারা দিনে ১২টি ভারতীয় ট্রাকে ৩৩৩ মেট্রিক এবং শনিবার ১৯টি ভারতীয় ট্রাকে মোট ৫১৮ মেট্রিক টন আলু আমদানি হয়। দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ