30 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৪
Bnanews24.com
Home » পেছানো হলো জাবি’র ভর্তি পরীক্ষা

পেছানো হলো জাবি’র ভর্তি পরীক্ষা

পেছানো হলো জাবি’র ভর্তি পরীক্ষা

বিএনএ জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জাবি কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ৭ এবং ৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা ২০ এবং ২১ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া, অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা ওই  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এবং ১০ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১১ নভেম্বর আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জে ইউ-ভূক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৫ নভেম্বর আইন অনুষদভূক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিক অনুষদভূক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর কলা ও মানবিক (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল নয়টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় থাকবে।

সকল ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ৬০ নম্বরকে ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করার সিদ্ধান্তত নিয়েছে কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ