28 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » পাম অয়েলের দাম কমলেও চিনির দাম বৃদ্ধি

পাম অয়েলের দাম কমলেও চিনির দাম বৃদ্ধি

পাম অয়েলের দাম কমলেও চিনির দাম বৃদ্ধি

বিএনএ ডেস্ক: দেশে চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। আর পাম অয়েলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোজ্যতেল আমদানিকারক ও শোধনকারীদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বলেন, শিগগিরই এ নতুন মূল্য কার্যকর হবে।

তপন কান্তি জানান, শুক্রবার থেকে শোধনকারীরা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সিদ্ধান্ত অনুযায়ী, খোলা চিনির দাম প্রতি কেজি ৮৪ টাকা থেকে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত চিনির দাম ৮৯ টাকা থেকে ৯৫ টাকা কেজিতে খুচরা পর্যায়ে বিক্রি করা হবে।

অন্যদিকে নতুন দাম অনুযায়ী, এক লিটার পাম তেলের দাম ১৩৩ টাকার বদলে ১২৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নয়টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিল সরকার। ওই সময় চিনির দাম কমানো হয়েছিল। কিন্তু ১৫ দিন পার হতেই আবারও আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওই সময় প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয়েছিল ৮৯ টাকা আর খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা। তখন বাজারে ৯০-৯৫ টাকায় চিনি বিক্রি হচ্ছিল।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 129 


শিরোনাম বিএনএ