27 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৫, ২০২৩
Bnanews24.com
Home » বরগুনায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: বরগুনা পৌর শহরের ক্রোক প্রাইমারি এলাকায় একটি বাড়ি থেকে ফারজানা আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফারজানা আক্তার ফোরকান মুন্সির মেয়ে। সে ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজন ও এলাকাবাসী বলেন, ছোট থেকেই মেয়েটির সাথে মনসার আছর ছিল। বদ জ্বীন থেকে বাঁচতে ১০ নং নলটোনা ইউনিয়নের গ্রাম ছেড়ে শহরে এসে থাকেন তারা। শহরে এসেও দীর্ঘদিন ধরে মেয়েটির অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। বিভিন্ন তদবির কবিরাজ দেখালেও মেলেনি কোনো সমাধান। আজ সকাল বেলা সবাই কাজে বের হলে বাসায় ফারজানা একাই ছিল। কাজ শেষে পরিবারের সদস্যরা বাসায় ফিরলে ঘরে ঢুকে আড়ার সাথে ঝুলতে দেখে মেয়েকে। ডাক চিৎকার করলে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে জানান, মরদেহটির গলায় ওড়না পেঁচানো তার নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

বিএনএ/ কাজল, এমএফ

Total Viewed and Shared : 1704 


শিরোনাম বিএনএ