27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » বরিশালে মার্কেটের ছাদে মিললো কিশোরীর ঝুলন্ত মরদেহ

বরিশালে মার্কেটের ছাদে মিললো কিশোরীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: বরিশাল নগরীর সদর রোডের কাকলীর মোড় এলাকা থেকে এক কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি কপোরেশনের মার্কেটের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরীর নাম রিয়া মনি (১৪)। সে নগরীর পলাশপুর এলাকার ৫ নম্বর মোহাম্মদপুরের সোহরাব মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কপোরেশনের মার্কেটের ছাদে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

বিএনএ/কাজল, এমএফ

Total Viewed and Shared : 1642 


শিরোনাম বিএনএ