30 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু (৬ সেপ্টেম্বর ২০২২)

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু (৬ সেপ্টেম্বর ২০২২)

ডেঙ্গু আপডেট: হাসপাতালে আরও ২২০ রোগী

বিএনএ ডেস্ক: সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩১ জন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৪ জন। এর মধ্যে ২২৪ জনই ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৮৫০ জন। যার মধ্যে ঢাকাতেই ভর্তি রোগীর সংখ্যা ৭১১ জন। এ বছর এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৯৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের আগস্টে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১১ জনের। সেখানে সেপ্টেম্বরের প্রথম ৬ দিনেই মারা গেছেন ১০ জন।

এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৬ জন, তাঁদের ১৫ জনই কক্সবাজারের। এ ছাড়া বরিশালে দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মশা নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। সিটি করপোরেশন বলছে, ডেঙ্গুরোধে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। অন্যথায় শত অভিযান চালিয়েও সুফল মিলবে না।

জানুয়ারিতে ডেঙ্গু রোগী ১২৬, আগস্টে ৩৫২১

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চ মাসে ২০ জন এবং এপ্রিলে ভর্তি হন ২৩ জন।

এরপর মে মাস থেকে ডেঙ্গু সংক্রমণ কিছুটা ঊর্ধ্বগামী হতে থাকে। ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৩ জন। জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন। সবশেষ গত আগস্ট মাসে সর্বোচ্চ ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫০ জন।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ