27 C
আবহাওয়া
১২:১৪ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির


বিএনএ ডেস্ক : ভারতের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার তালেবানের সঙ্গে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’-এর তুলনা করায় তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।রোববার(৫ সেপ্টেম্বর)মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেছেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেওয়া হবে না।

জাভেদ আখতার গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ‘তালেবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যা-ই হোক না কেন।’ তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়।’

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেছেন, ‘আরএসএস-সংশ্লিষ্ট রাজনীতিকরা সরকারে শীর্ষস্থানে রয়েছেন। এই নেতারা রাজধর্ম অনুসরণ করে দেশ চালাচ্ছেন। যদি তারা তালেবানদের মত হতেন তাহলে কী জাভেদ আখতারকে এমন বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হতো? এই একটি উদাহরণ প্রমাণ করে যে তার বক্তব্য ভুল। কিন্তু এই ধরনের মন্তব্য করে তিনি দেশের দরিদ্র মানুষের জন্য কাজ করা আরএসএস কর্মীদের অনুভূতিতে আঘাত করেছেন। যদি তিনি তাদের কাছে ক্ষমা না চান, তাহলে আমরা তার চলচ্চিত্রগুলো এই দেশে চলতে দেবো না।’

এদিকে, জাভেদ আখতারের মন্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়ক রাম কদমের বাড়ির কাছে একটি কুশপুত্তলিকা পোড়ানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মুম্বাই পুলিশ। পুলিশ ওই কুশপুতলটি বাজেয়াপ্ত করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ