30 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » টানা বর্ষণে বান্দরবানের নিমাঞ্চল প্লাবিত

টানা বর্ষণে বান্দরবানের নিমাঞ্চল প্লাবিত


বিএনএ, বান্দরবান:  টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়া জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরেবাংলা নগরসহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

রোববার (৬ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। তবে ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাবিত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য জেলায় মোট ১৯২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে শহরে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং অব্যহত রয়েছে।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নারগিস আক্তার জানান, বান্দরবানে গত কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে বিভিন্নস্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় আমরা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং অব্যাহত রেখেছি।

তিনি আরও জানান, বন্যা দুর্গতদের জন্য পুরো জেলায় ২০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং জেলা সদরে ৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। তবে এখনো কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ