29 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মারা গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

করোনায় মারা গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

করোনায় মারা গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

বিএনএ ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান।

এ কে এম ফজলুর রহমানের ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি । এলএলবি শেষ করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।একপর্যায়ে ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি এ কে এম ফজলুর রহমান বিচার বিভাগে মুনসেফ হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৯ সালের ১৫ জুন জেলা ও দায়রা জজ হন তিনি। এরপর ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান ফজলুর রহমান। এর ঠিক দুই বছর পর ২০০৪ সালের ২৯ জুলাই  হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে নির্ধারিত বয়স পূর্ণ হলে অবসরে যানফজলুর রহমান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তিনি।

এর আগে, রোববার (১ আগস্ট) দুপুরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু নাজনীন রোজী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ