14 C
আবহাওয়া
৯:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত, আহত ৫

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত, আহত ৫

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত, আহত ৫

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু ছৈয়দ (৫০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বারখাইন ইউনিয়নের শোলকাটাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাওলানা আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার ৫ নং বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাফেজ হামিদুর রহমানের বাড়ির মরহুম আহমদ নবী’র ২য় পুত্র। খুরুস্কুল আলিম উদ্দিন মাঝি জামে মসজিদের সাবেক ইমাম। বর্তমানে তিনি চন্দনাইশ উপজেলার বরকল এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত আছে‌। এ ঘটনায় আহতরা হলেন হাসান (১৮), গোলতাজ (৬০), রোজী (৩৫), সুলতানা (১০), নাজমা (৭০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় আহত ৫ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ