বিএনএ, ছাগলনাইয়া(ফেনী) : পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামে দীর্ঘদিন ধরে শতাধিক দরিদ্র পরিবার বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পেয়ে আসছিল। তারা বছরের পর বছর উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে পারেননি। তাদের এই বিষয়টি নজরে আসতেই গত ৪ মে ২০২৩ ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন ফেনীর অলাভজনক সংস্থা সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদার।
একমাসেরও কমসময়ের মধ্যে স্থাপিত ডিপ টিউবওয়েল হতে সুপেয় পানি সংগ্রহ করতে পারছে পূর্ব ছাগলনাইয়া গ্রামের ভদ্রঘোনা নতুনপাড়ার শতাধিক পরিবার।
পূর্বছাগলনাইয়ার নয়া পাড়া বাগান বাড়ির বাসিন্দা সংবাদপত্র বিপনন কর্মী মো. ইউনুস জানান, সুদীর্ঘকাল থেকে তাদের বাড়ির শতাধিক পরিবার তীব্র খাবার পানির সংকটে ভুগছিল। বিষয়টি সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান,পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদারকে জানালে তিনি একটি ডিপ টিউবয়েল স্থাপন করে দেয়ার উদ্যেগ নেন। যেই কথা সেই কাজ।
এ বিষয়ে মিজানুর রহমান মজুমদার বলেন, ‘পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন বিশুদ্ধ পানির অভাবে ভুগছে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। তাদের বিশুদ্ধ পানি নিশ্চিতে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আশা করি তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

উল্লেখ, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়ায় (৯নং ওয়ার্ড) ভদ্রঘোনা নতুনপাড়ায় নিজ অর্থায়নে ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সির(বিএনএ) সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিজানুর রহমান মজুমদার। গত ৪ মে২০২৩ তিনি ডিপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করেন।
আগের নিউজ : ডিপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করলেন মিজানুর রহমান মজুমদার
বিএনএনিউজ24,জিএন
Total Viewed and Shared : 145,681