বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বনের ভেতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) বিকাল পৌনে ৩টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড লম্বাথলি এলাকার বনবিভাগের জঙ্গলে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাজিব সরকার।
তিনি বলেন, উপজেলার লম্বাথলি এলাকার বনবিভাগের জঙ্গলে পড়ে থাকা এক বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পোস্ট দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার বৃদ্ধের বয়স ষাটোর্ধ হতে পারে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
বিএনএনিউজ/বিএম