বিএনএ, ঢাকা: রাজধানীর হাইকোর্টের সামনে শিক্ষা ভবনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) লাল রঙের একটি মেক্সি পরা অবস্থায় পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, হাইকোর্টের সামনে শিক্ষা ভবন সংলগ্ন ফুটপাতে ওই বৃদ্ধা অচেতন অবস্থায় পড়েছিলেন। কোনো সাড়াশব্দ ও নড়াচড়াও করছিলেন না। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করতেন। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তার নাম, ঠিকানা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 1103